চাখৌই

জিভে জল জীবনতরী

চাখৌই আর ত্রিপুরাকে আলাদা করা না। এখানকার আদিবাসী সংস্কৃতির সাথে উতপ্রোত ভাবে জড়িত এই খাবার। বেশ সুস্বাদু এবং পুষ্টিগুণে ভরা। দেখে নিন বানাবেন কিভাবে।

ভেজ চাখৌই:

উপকরণ:

কচি চাল কুমড়ো ২৫০ গ্রাম, ছোলা ভেজানো ২০-২৫ গ্রাম, মসুর ডাল ২ চা চামচ, আদা বাটা এক চা চামচ, সোডা ১ চা চামচের এক চতুর্থাংশ, কাঁঠালের বীজ ৫-৭টা খোসা ছাড়ানো, চালের গুঁড়ো দুই থেকে আড়াই চামচ, লঙ্কা ও নুন স্বাদ অনুযায়ী, বাঁশ কুড়ুল ২৫০ গ্রাম।

প্রণালী:

চাল কুমড়োগুলো ভালো করে ধুয়ে খোসাসহ ডোম ডোম করে কাটতে হবে। ছোলা, ডাল, কড়ুল, খোসা ছড়ানো কাঁঠালের বীজ নিন একটা পাত্রে।

প্রথমে পরিমাণে একটু বড় পাত্রে দুই কাপ জল নিয়ে তাতে লঙ্কা আন্দাজ মতো, ছোলার ডাল, কাঁঠালের বীজ, আদা বাটা, লবণ, সোডা দিয়ে অল্প আঁচে সেদ্ধ হতে দিন। ছোলা ও কাঁঠালের বীজ সেদ্ধ হয়ে এলে চাল কুমড়ো ঢেলে দিন। অল্প পরিমাণ জলে (গরম নয়) চালের গুড়ো গুলে রাখুন। চাল কুমড়োর টুকরেগুলো সেদ্ধ হয়ে এলে তাতে ঢেলে দিন। আলতো করে নাড়তে হবে। ভালো করে মিক্স হয়ে এলে নামাতে পারেন। পরিবেশন করুন গরম গরম।

নন ভেজ চাখৌই

উপকরণ: পর্ক ৫০০ গ্রাম, বাঁশ কড়ুল ২৫০ গ্রাম, কলা গাছের ভেতরের অংশ ২৫০ গ্রাম, সোডা চা চামচের চার ভাগের এক ভাগ, কাঁচা লঙ্কা ঝাল অনুযায়ী, লেবু পাতা বা আদা পাতা ২-৩টা, চালের গুঁড়ো ২-৩ চামচ, আদা বাটা দেড় চা চামচ।

একটি পাত্রে আড়াই কাপ ঠান্ডা জলে মাংস, বাঁশ কড়ুল, সোডা, লঙ্কা, নুন (পরিমাণ মতো) নিন। অল্প আঁচে সেদ্ধ হতে বসিয়ে দিন। মাংস নরম হলে কুচি করে কীটা ভেতরের অংশটা দিয়ে দিন। এরপর আদা বাটা ও চালের গুঁড়ো অল্প জলে মিশিয়ে একটু একটু করে পাত্রে ঢেলে দিন। এটা হালকা নরম হলে চালের গুঁড়ো অল্প জলে মিশিয়ে পাত্‌রে ঢেলে দিন। ক্রমাগত নাড়তে থাকুন। এরপর লেবু পাতা বা আদা পাতা দিয়ে নামিয়ে নেবেন। হালকা ঠান্ডে হলে পরিবেশন করুন। সঙ্গে প্লেন ভাঙগৈই হলে মন্দ কি!

By-তমা দেববর্মা

351 thoughts on “চাখৌই

  1. These misconceptions can lead to a delayed referral to social services or failure to provide victims with the care and support they require.ラブドール エロUntil the idea that women cannot rape men and other rape myths are dispell cases where victims are misunderstood and mistreat and even made to pay child support to their former abusers,

  2. Even just a quick five or 10 minute clean which sees you remove the anal and mouth sleeves and えろ 人形detachable penis and wash with a water-based toy cleaner will help to prolong the life of your doll,

  3. 各ドールは、最高品質の素材を使用して精密に作られており、そのリアルさと耐久性には感動すら覚えます.中国 えろ肌の質感は非常に柔らかく、リアルな触感があり、顔のディテールは精巧に作られていて、まるで生きているかのようです.

  4. the goal is not to force one behavior or another but to communicate so that you can return to that safe space when the time is right.How to talk about sex while grievingSo how do you open the door? How do you start the conversation?Changing the conversation from emotional to sexual needs shifts the focus from processing emotions to mutual needs in the present moment.ラブドール 高級

  5. えろ 人形Narcissists’ lack of emotional empathy means they rarely if ever look at situations from any perspective but their own and habitually see themselves as the wronged party when there is disappointment or conflict in their relationships.People scapegoated in childhood in a narcissistic family system who develop a narcissistic personality often strongly identify as victims and continue to frame their experiences that way in their adult relationships.

  6. It is unfortunate that your room is so close to theirs and you are within earshot of their most intimate moments.オナドールSo we have two things going on her A teen girl uncomfortable hearing her parents being intimate and two parents next door who seem to have a vibrant relationship.

  7. Almost all mixtures are feasible, if you favor a different overall body variety together with your lover, be sure to Speak to us. Each deal with could be coupled with each and every system sort.

  8. What’s most placing about the company, however, エロ 人形is usually that it’s the sole dependable distributor we’ve found which has an genuine return plan. Usually, return procedures from doll distributors is often summed up in three words and phrases: All revenue closing.

  9. while agreeing with Yovino that the bottom is far more changeable through exercise than breasts,えろ 人形adds her own suggestions as to what physical activities can best enhance one’s bottom and help them attain more of an hourglass shap To counter the buttocks’ dreaded flatness,

  10. Representation can serve as opportunities for minoritized people to find community support and validation.recent studies have found that social media has given LGBTQ young people the outlets to connect with others—especially when the COVID-19 pandemic has limited in-person opportunities.lovedoll

  11. or even find themselves incapable of love.The impostor phenomenonfrequently labeled “impostor syndrome” is one manifestation of internalized oppression; it can be described as the process in which people doubt their own intellect or physical capabilities—despite prior experiences or data that demonstrate otherwise.ラブドール セックス

  12. ベストセラー:当社の満足したお客様の心と欲望を捉えたダッチワイフが見つかる売れ筋ランキングカテゴリーの魅力を体験してください ラブドール エロこれらのコンパニオンは、その卓越した品質、リアリズム、そしてあなたの幻想を実現する能力によってトップの地位を獲得しました。

  13. 業界の最前線に立ち続けるための彼らの取り組みは、満足した顧客からのポジティブなフィードバックに反映されており、サイトが優れた製品と素晴らしいサービスで評価されていることがわかります.この継続的な卓越性へのコミットメントにより、comはリアルなドールの製造において最高の選択肢であり続けています.中国 えろ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *